সঠিক উত্তর হচ্ছে: ডেটা এনক্রিপ্ট
ব্যাখ্যা: ডেটা সিকিউরিটির জন্য ডেটাকে এনক্রিপ্ট (Encrypt) করে পাঠানো হয়। পরে গন্তব্যে ডেটা ডিক্রিপ্ট (Decrypt) করে মেসেজ উদ্ধার করা হয়। ফলে Intruder এ পক্ষে সঠিক তথ্য বা বার্তার বিষয়ে জানা বা পরিবর্তন দুরূহ হয়ে উঠে। ডেটাকে এনক্রিপ্টশন ও ডিক্রিপ্টশন করার বিষয়কে ক্রিপ্টোগ্রাফী (Cryptography) বলে।\n[ তথ্যসূত্রঃএকাদশ ও দ্বাদশ শ্রেণী: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায়-৬.১০: ডাটা সিকিউরিটি (Data Security)]