সঠিক উত্তর হচ্ছে: John McCarthy
ব্যাখ্যা: কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেয়ার ব্যবস্থা। ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স শব্দটি উল্লেখ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রয়োগ হলো রোবট।