সঠিক উত্তর হচ্ছে: ব্যতিহার বহুব্রীহি
ব্যাখ্যা: ’হাসাহাসি\' ব্যতিহার বহুব্রীহি সমাস।\n\nক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে \'আ\' এবং পরপদে \'ই\' যুক্ত হয়।\n\nযেমন: হাতে হাতে যে যুদ্ধ= হাতাহাতি, কানে কানে যে কথা= কানাকানি। এরূপ- চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুঁতাগুঁতি, ঘুষাঘুষি ইত্যাদি।