সঠিক উত্তর হচ্ছে: অর্ধ-তৎসম
ব্যাখ্যা: ”গিন্নী” অর্ধ-তৎসম শ্রেণির শব্দ ।\n\nউৎপত্তি অনুসারে বাংলা শব্দকে পাঁচভাগে ভাগ করা হয়েছে । যথা : তৎসম, অর্ধ-তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি । যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কিছুটা বিকৃত হয়ে বাংলা ভাষায় গৃহীত ও ব্যবহৃত হয়েছে, সেসব শব্দকে অর্ধ-তৎসম শব্দ বলে । যেমন- গিন্নী, ছেরাদ্দ, গেরাম, মন্তর, কর্মআর, কুচ্ছিত, বোষ্টম, জ্যোছনা প্রভৃতি ।