নিচের অপশন গুলা দেখুন
- প্রতিপক্ষ
- কালসাপ
- অনুতাপ
- দর্শনমাত্র
প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তবে তাকে প্রাদি সমাস বলে।
যেমন - প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন;
পরি (চতুর্দিকে) যে ভ্রমণ = পরিভ্রমণ;
অনুতে (পশ্চাতে) যে তাপ = অনুতাপ ইত্যাদি।
দর্শনমাত্র ও কালসাপ - নিত্যসমাস এবং প্রতিপক্ষ - অব্যয়ীভাব সমাস।
উৎস: নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।