সঠিক উত্তর হচ্ছে: পর্তুগিজরা
ব্যাখ্যা: ১৪৯৮ সালে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ সর্বপ্রথম আবিষ্কার করেন পর্তুগিজ নাগরিক ভাস্কো-দা-গামা। ভাস্কো দা গামার এই আবিষ্কার বৈশ্বিক সাম্রাজ্যবাদের ইতিহাসে অতি তাৎপর্যপূর্ণ ছিল কারণ এর মাধ্যমেই পর্তুগিজদের ভারতীয় উপমহাদেশে দীর্ঘকালীন উপনিবেশ স্থাপনের পথ সুগম হয়েছিল। তারা ১৫১৬ সালে বাংলায় আসে। বাংলায় ওলন্দাজরা আসে ১৬৩০ সালে, ইংরেজরা ১৬৫৮ সালে এবং ফরাসিরা ১৬৭৪ সালে সর্বশেষ বাংলায় আসে।