সঠিক উত্তর হচ্ছে: নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা: কবি নির্মলেন্দু গুণ রচিত আত্মকথা ১৯৭১ একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ। আমার একাত্তর ও অন্যান্য দ্বিজেন শর্মা রচিত, একাত্তরের নয় মাস রাবেয়া খাতুন এবং কালরাত্রির খণ্ডচিত্র এবং ১৯৭১ : স্মৃতিখণ্ড মুজিবনগর হলো শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ। (সূত্রঃ Hello BCS লেকচার)