সঠিক উত্তর হচ্ছে: ক ও গ উভয়ই
ব্যাখ্যা: সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ৷
সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয়, তার নাম ব্যসবাক্য, সমাসবাক্য বা বিগ্রহবাক্য।
যেমন - \'বিলাত হতে ফেরত\' এটা হচ্ছে ব্যাসবাক্য।
সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ৷ যেমন - \'বিলাত - ফেরত\' = সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ৷
সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলো হলো সমস্যমান পদ। যেমন - \'বিলাত\', \'ফেরত\' এক একটি সমস্যমান পদ।
সমস্ত পদের প্রথম অংশ (শব্দ) - কে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশ (শব্দ) - কে বলা হয় পরপদ বা উত্তরপদ৷ যেমন - বিলাত হলো পূর্বপদ, আর ফেরত হলো পরপদ বা উত্তরপদ।
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম - দশম শ্রেণি