সঠিক উত্তর হচ্ছে: ১৫৪০
ব্যাখ্যা: আফগান নেতা শের শাহ হুমায়ুনের রাজত্বকালে ১৫৩৭ সালে দুইবার বাংলা আক্রমন করেন। পরবর্তীতে হুমায়ুন শের খানকে বাংলা থেকে বিতারিত করে রাজধানী গৌড়ে ৬ মাস অবস্থান করেন। পরে প্রাসাদ ষড়যন্ত্রের খবর পেয়ে দিল্লী যাত্রা করেন। চৌসা পৌছালে অপ্রস্তুত হুমায়ুনের বাহিনীকে শের খান এই সময় আক্রমণ ও পরাজিত করে (১৫৩৯)। যুদ্ধে জয়লাভ করে শের খান নিজেকে বিহারের স্বাধীন সুলতান ঘোষনা করেন। ১৫৪০ সালে বাংলায় মুঘল শাসনকর্তা আলী কুলী খানকে পরাজিত করে শের খান বাংলা দখল করে নেন। এই বছরেই কনৌজের যুদ্ধে মুঘল সম্রাট হুমায়ুন কে চুড়ান্ত রূপে পরাজিত করে শের খান দিল্লীর সিংহাসন দখল করে নেন। সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণীর বোর্ড বই।