ব্যাখ্যা: সপ্তাহ (সপ্ত অহের সমাহার) দ্বিগু সমাস। সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। [সূত্র: ৯ম-১০ম শ্রেণীর বোর্ড বই]
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।