সঠিক উত্তর হচ্ছে: ৫ জন কবিকে
ব্যাখ্যা: ত্রিশ দশকের বিশিষ্ট ৫ জন কবি রবীন্দ্র প্রভাবের বাইরে গিয়ে কবিতা রচনা করেছিলেন। তাদের ৫ জনকে বাংলা সাহিত্যে \'পঞ্চপান্ডব\' বলা হয়। তাদের অন্য নাম ত্রিশের কবি কল্লোলের কবি। তারা হলেন - অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত।