সঠিক উত্তর হচ্ছে: বিশেষ্যের বিশেষণ
ব্যাখ্যা: যে বিশেষণ পদ কোনো বিশেষ্য পদের বৈশিষ্ট্য, ধর্ম, গুণাগুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, ক্রম, মাত্রা ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষ্যের বিশেষণ বলে। এখানে সুন্দর ও সুনীল পদ দুটি পুষ্প ও আকাশ বিশেষ্য পদের বৈশিষ্ট্য প্রকাশ করে। তাই ‘সুন্দর ও সুনীল’ হলো বিশেষ্যের বিশেষণ।