সঠিক উত্তর হচ্ছে: ১৯
ব্যাখ্যা: ২০১৫-১৫ সালকে জিডিপির ভিত্তি বছর ধরায় বর্তমানের জিডিপির খাতের সংখ্যা দাড়িয়েছে ১৯ টিতে। ২০০৫-০৬ সালের ভিত্তি বছর অনুযায়ী জিডিপির খাত ছিলো ১৫ টি। বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭২-৭৩ অর্থবছরকে ভিত্তি বছর ধরে প্রথম জিডিপি হিসাব করা হয়। বর্তমানে ভিত্তি বছর পরিবর্তন করায় জিডিপির আকার বেড়েছে তাই মাথাপিছু আয় ও বেড়েছে। [তথ্যসূত্র ঃ প্রথম আলো]