সনেট শব্দটি ইতালীয় শব্দ সনেটো থেকে উদ্ভূত, যার অর্থ "একটু/ছোট্ট শব্দ বা গান"। এটি কবিতার একটি জনপ্রিয় শাস্ত্রীয় রূপ যা কয়েক শতাব্দী ধরে কবিদের বিমোহিত করে এসেছে। সনেটের প্রচলিত বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিত।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।