সঠিক উত্তর হচ্ছে: সতীর্থ
ব্যাখ্যা: সতীর্থ\' জীবনানন্দ দাশ রচিত একটি উপন্যাস। তাছাড়া \'ধূসর পান্ডুলিপি\' ও \'বেলা অবেলা কালবেলা\' তাঁর রচিত কাব্যগ্রন্থ এবং কবিতার কথা\' জীবনানন্দ দাশ রচিত একটি প্রবন্ধগ্রন্থ। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর)]