সঠিক উত্তর হচ্ছে: শোকানল
ব্যাখ্যা:
• উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। যেমনঃ
- ক্রোধানল,
- বিষাদসিন্ধু,
- মনমাঝি ইত্যাদি।
• মিশকালো উপমান কর্মধারয় সমাস,
• চিরসুখী দ্বিতীয়া তৎপুরুষ সমাস,
• রথদেখা দ্বিতীয়া তৎপুরুষ সমাস।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি