সঠিক উত্তর হচ্ছে: হোসেন শাহ
ব্যাখ্যা: আলাউদ্দিন হুসেন শাহ : হাবসি শাসন উচ্ছেদ করে কে বাংলার সিংহাসনে বসেন সৈয়দ হোসেন। সুলতান হয়ে তিনি ‘আলাউদ্দিন হুসেন শাহ’ উপাধি গ্রহণ করেন। এভাবেই বাংলায় ‘হুসেন শাহি বংশ’ নামে এক নতুন বংশের শাসনপর্ব শুরু হয়। বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে সবচেয়ে গৌরবময় ছিল- হুসেন শাহি আমল (১৪৯৩-১৫৩৮ খ্রিস্টাব্দ)। তিনি গৌড়ের ‘ছোট সোনা মসজিদ’ ও গুমতিদ্বার প্রতিষ্ঠা করেন। তাঁর শাসনামলকে বঙ্গের মুসলমান শাসনের ইতিহাসে ‘স্বর্ণযুগ’ বলা হয়। আলাউদ্দিন হুসেন শাহ মৃত্যুবরণ করেন- ১৫১৯ সালে। তিনি দীর্ঘ ২৬ বছর (১৪৯৩-১৫১৯) রাজত্ব করেন। তিনি একজন গোড়া সুন্নী মুসলমান ছিলেন। রাজধানী ছিল একডালা।