সঠিক উত্তর হচ্ছে: চিম্বুক
ব্যাখ্যা: বান্দরবানে অবস্থিত চিম্বুক পাহাড়কে বাংলাদেশের দার্জিলিং বলা হয়। এটি কালা লাহাড় বা পাহাড়ের রাণ নামেও পরিচিত। অন্যদিকে লালমাই পাহাড়ের অপর নাম রোহিতগিরি। গারো পাহাড় দেশের সবচেয়ে উচু ও বৃহত্তম পাহাড় এবং চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ডে অবস্থিত যা হিন্দুদের তীর্থস্থান হিসাবে পরিচিত।[তথ্যসূত্রঃ ৮ম শ্রেণির ভূগোল বই ও দৈনিক পত্রিকা]