রামের পিতা দশরথ, তার অন্যতম স্ত্রী এবং রামের বিমাতা কৈকেয়ীকে একবার যুদ্ধাহত অবস্থা থেকে দশরথকে সেবা-যত্ন করে সুস্থ করে তোলার জন্য দু'টি বর প্রদানের প্রতিজ্ঞা করেন। যথাসময়ে দশরথ কর্তৃক রামের রাজ্যাভিষেক এর ঘোষণার পূর্বে কৈকেয়ী কৌশলে তার বর দু'টো চেয়ে নেয়, যেগুলো ছিলঃ