সঠিক উত্তর হচ্ছে: উত্তরবঙ্গ
ব্যাখ্যা: বরেন্দ্র বলতে উত্তরবঙ্গ কে বোঝায়।\n\nবাংলার প্রাচীন জনপদ \'বরেন্দ্র\' এর সীমানা ছিল পশ্চিমে গঙ্গা ও মহানন্দা, পূর্বে করতোয়া, পশ্চিমের পদ্মা এবং উত্তরে কুচবিহার।\n\nবরেন্দ্র বলতে বর্তমানে উত্তরবঙ্গ তথা রাজশাহী অঞ্চলকে বুঝায়। তবে পুন্ড্র জনপদ ও রাজশাহী অঞ্চলের অংশবিশেষ ছিল।