নিচের অপশন গুলা দেখুন
- পার্বত্য চট্টগ্রাম
- সিলেট ও মৌলভীবাজার
- রংপুর ও দিনাজপুর
- কক্সবাজার ও পটুয়াখালী
রাখাইনদের ইতিহাস ও ঐতিহ্য অনেক প্রাচীন এবং সমৃদ্ধ। তারা \'মগধ\' রাজ্য থেকে মায়ানমারের আরাকান রাজ্যে বসবাস শুরু করে। ১৭৮৪ সালে বার্মিজ রাজা \'বোদোপ্রা\' আরাকান রাজ্য জয় করলে বিপুলসংখ্যক রাখাইন সেখান থেকে পালিয়ে বাংলাদেশের উপকূলীয় জেলা পটুয়াখালী এবং কক্সবাজারে আশ্রয় নেয়। বর্তমানে, এই দুটি জেলা ছাড়াও বরগুনা ও চট্টগ্রাম জেলায় রাখাইনরা বসবাস করে।
উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)