সঠিক উত্তর হচ্ছে: বাসেল কনভেনশন
ব্যাখ্যা: বাসেল কনভেনশনের বিষয়বস্তু হলো বিপজ্জনক বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা। এটি ১৯৮৯ সালের ২২ মার্চ সুইজারল্যান্ডের বাসেল শহরে সাক্ষরিত হয় এবং ১৯৯২ সালের ৫ মে কার্যকর হয়। এতে ১৮৭ টি দেশ স্বাক্ষর করেছে যার মধ্যে ৫৩টি দেশ এটি অনুমোদন করেছে। বাংলাদেশ বাসেল কনভেনশন অনুমোদন করেনি। ভিয়েনা কনভেনশন ও মন্ট্রিয়াল প্রটোকলের বিষয়বস্তু হলো ওজনস্তরের সুরক্ষা। অন্যদিকে কার্টাগেনা প্রটোকল হলো জৈব নিরাপত্তা বিষয়ক কনভেনশন। (সূত্রঃ বাসেল কনভেনশন ওয়েবসাইট এবং Hello BCS লেকচার)