সঠিক উত্তর হচ্ছে: বিপদ এবং দুঃখ এক সময়ে আসে
ব্যাখ্যা: সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিণত করতে হলে সরল বাক্যের কোনো অংশকে নিরপেক্ষ বাক্যে রূপান্তর করতে হয়। এবং যথাসম্ভব সংযোজক বা বিয়োজক অব্যয়ের প্রয়োগ করতে হয়। \"বিপদ এবং দুঃখ এক সময়ে আসে\" এখানে \"এবং \" এর ব্যবহার করা হয়েছে যৌগিক বাক্যে রূপান্তরের জন্য। (তথ্যসূত্র- বোর্ডবই ৯ম-১০ম শ্রেনি বাংলা ভাষার ব্যকরণ)