সঠিক উত্তর হচ্ছে: প্যারীচাদ মিত্র
ব্যাখ্যা: বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয় প্যারীচাদ মিত্রকে। শরৎচন্দ্র \nবাঙ্গা ভাষায় প্রথম স্বারথক উপন্যাস রচয়িতা। বাংলা ছোৎ গল্পের জনক রবীন্দ্রনাথ\n ঠাকুর। প্রমথ চৌধুরী বাংলা ভাষায় প্রথম চলিত রীতি প্রবতন করেন বীরবলের হালখাতা \nরচনার মাধ্যমে।\n[তথ্যসুত্রে; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর , আগষ্ট ২০১৮, পেইজ নাম্বার ৩৯৯]