সঠিক উত্তর হচ্ছে: হেনরি লুই ডিরোজিও
ব্যাখ্যা: উনিশ শতকের ত্রিশের দশকে হিন্দু কলেজের শিক্ষানুরাগী ও মুক্তবুদ্ধিসম্পন্ন ছাত্রদেরকে সমকালীন কলকাতার সমাজ ‘ইয়ং বেঙ্গল’ হিসেবে আখ্যায়িত করে।
হেনরি লুই ডিরোজিও ইয়ং বেঙ্গল আন্দোলনের সূচনা করেন। এ জন্যে তিনি ১৮২৮ সালে ‘একাডেমি অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন।
তার অনুসারীদের মধ্যে ছিলেন:
- রামতনু লাহিড়ী
- রাধানাথ সিকদার
- প্যারীচাঁদ মিত্র
- কৃষ্ণমোহন ব্যানার্জি প্রমুখ।
মাত্র তেইশ বছর বয়সে ১৮৩১ সালের ডিসেম্বরে ডিরোজিও মৃত্যুবরণ করেন।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)