সঠিক উত্তর হচ্ছে: অনার্য ভাষা
ব্যাখ্যা: আর্যদের আগমনের আগে ভারতবর্ষে বসবাসকারীদের ভাষাসমূহ এবং এই সকল ভাষার সংমিশ্রণে স্থানীয় আদিম প্রাকৃত ভাষা।\nঅনার্য নরগোষ্ঠি বাঙালি জীবনের মেরুদন্ড। এই ভারতীয় উপমহাদেশে আর্য ভাষা প্রচলিত হওয়ার আগে যেসব ভাষা এখানে প্রচলিত ছিল সেগুলোর মধ্যে অষ্ট্রিকগোষ্ঠির ভাষা কোল,সাঁওতাল,খাসিয়া,জুয়াং,মোন,সবর প্রভৃতি ভাষা।\n[তথ্যসূত্রঃ লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ]