সঠিক উত্তর হচ্ছে: প্রতিবিম্ব
ব্যাখ্যা: কাব্যঃ\nবিমুখ প্রান্তর (১৯৬৩),\nআর্ত শব্দাবলী (১৯৬৮),\nআধুনিক কবি ও কবিতা (১৯৬৫),\nমূল্যবোধের জন্যে (১৯৭০),\nঅন্তিম শরের মতো (১৯৬৮)\nযখন উদ্যত সঙ্গীন (১৯৭২)\nশোকার্ত তরবারী (১৯৮১)\nপ্রতিবিম্ব (১৯৭৬),\nআরো দুটি মৃত্যু (১৯৭০)\nভবিতব্যের বাণিজ্য তরী(১৯৮৩) ইত্যাদি উল্লেখযোগ্য।\nপ্রবন্ধঃ\nআধুনিক কবি ও কবিতা(১৯৬৫)\nমূল্যবোধের জন্য(১৯৭০)\nসাহিত্য প্রসঙ্গ(১৯৭৩)\nআলোকিত গহবর(১৯৭৭)\nগল্পঃ\nআরো দুটি মৃত্যু(১৯৭০)\nভ্রমণকাহিনী\nসীমান্ত শিবিরে
\nবাংলা ভাষায় হোমারের ওডিসি অনুবাদও করেছেন তিনি।