সঠিক উত্তর হচ্ছে: ১৫ মার্চ
ব্যাখ্যা: করোনা মহামারী বিষয়ে আলোচনার জন্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ৮ মার্চ ২০২০ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভিডিও কনফারেন্সের প্রস্তাব দেন। এতে সম্মত হয়ে সার্কভুক্ত ৮টি দেশের শীর্ষ নেতা ১৫ মার্চ বিকেলে ভিডিও কনফারেন্সে মিলিত হন। এতে পাকিস্তান ব্যতীত বাকি ৭টি দেশের সরকার প্রধানরা অংশ নেন। পাকিস্তানের পক্ষে দেশটির স্বাস্থ্যমন্ত্রী অংশ নেন। এই কনফারেন্সে সার্ক নেতারা ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করেন। ২০১৪ সালে কাঠমুন্ডু সার্ক শীর্ষ সম্মেলনের পর এটাই সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের অনুষ্ঠিত হওয়া প্রথম কোন মিটিং। (সূত্রঃ সার্ক ওয়েবসাইট এবং দৈনিক যুগান্তর)