সঠিক উত্তর হচ্ছে: অগ্নি
ব্যাখ্যা: বলাইচাঁদ মুখোপাধ্যায়, কবি, কথাশিল্পী, নাট্যকার, প্রবন্ধকার।
তিনি ‘বনফুল’ ছদ্মনামে পরিচিত।
১৮৯৯ সালের ১৯ জুলাই বিহারের পূর্ণিয়া জেলার মণিহারী গ্রামে জন্ম গ্রহণ করেন।
- ভারত সরকারের কাছ থেকে তিনি ১৯৭৫ সালে পদ্মভূষণ উপাধি লাভ করেন।
বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত গল্পগ্রন্থ:
- বনফুলের গল্প
- বনফুলের আরো গল্প
- বাহুল্য
- বিন্দু বিসর্গ
- অনুগামিনী
- ঊর্মিমালা
- সপ্তমী
- দূরবীণ
তাঁর রচিত উপন্যাস:
- অগ্নি
- তৃণখন্ড
- বৈতরণী তীরে
- কিছুক্ষণ
- দ্বৈরথ
- নির্মোক
- সে ও আমি
- জঙ্গম
- নবদিগন্ত
- স্থাবর
- পঞ্চপর্ব
- লক্ষ্মীর আগমন
তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- বনফুলের কবিতা
- ব্যঙ্গ কবিতা
- অঙ্গারপণী
- চতুর্দশী
- করকমলেষু
তাঁর রচিত জীবনীনাটকগুলো:
- শ্রীমধুসূদন
- বিদ্যাসাগর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস-মৃণালিনী
বিপ্রদাশ বড়ুয়া রচিত উপন্যাস - অচেনা
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস - অপরাজিত