সঠিক উত্তর হচ্ছে: বুদ্ধদেব বসু
ব্যাখ্যা: ‘তিথিডোর’ (১৯৪৮) উপন্যাস প্রথম শ্রাবন, করুন রঙিন পথ, যবনিক কম্পমান এই তিন খন্ডে বিভক্ত বাঙালি মধ্যবিত্ত শিল্পিত স্বভাব নর-নারীর জীবনযাপনের মনোরম ও মধুর কাহিনি এ উপন্যাসে বর্ণিত। কাহিনির মূল উপজীব্য প্রেম ও যৌবনের বন্দনা। এই কাহিনির গীতল বাসা ও কাব্যময়তা এবং এর শেষাংশে প্রযুক্ত ‘চৈতন্যপ্রবাহ’- ধর্মী বর্ণনাভঙ্গি দেখা যার্য়।