সঠিক উত্তর হচ্ছে: ক্ষুৎ +নিবৃতি
ব্যাখ্যা: ব্যঞ্জনধ্বনি+ ব্যঞ্জনধ্বনি , নিয়ম;ঙ, ঞ,ণ,ন পরে থাকলে পূর্ববর্তী অঘোষ অল্পপ্রাণ স্পর্শধ্বনি সেই বর্গীয় ঘোষ স্পর্শ ধ্বনি কিংবা নাসিক্য ধ্বনি হয়। যেমনঃ উৎ+নত= উন্নত, উৎ+মনা=উন্মনা, মৃৎ + ময়= মৃন্ময়, উৎ+ নয়ন=উন্নয়ন।