সঠিক উত্তর হচ্ছে: সংযোগমূলক/যৌগিক ধাতু
ব্যাখ্যা: বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্নক অব্যয়ের সঙ্গে কর, দে, পা, খা, ছাড় ইত্যাদী মৌলিক ধাতু সংযুক্ত হয়ে যে নতুন ধাতু গঠন করা হয়, তাকে সংযোগমূলক/যৌগিক ধাতু বলে। যেমন: ভয় কর্, ভালো হ্, উত্তর দে, মার খা, দুঃখ পা ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]