সঠিক উত্তর হচ্ছে: ৩ প্রকার
ব্যাখ্যা: রিলেশনশিপের ডিগ্রি সাধারণত তিন ধরনের হতে পারে। যথাঃ\n\nডিগ্রি ১ বা ইউনারি রিলেশনশিপঃ ইউনারি রিলেশনশিপে শুধু মাত্র একটি এনটিটি সেট/টেবিল অংশগ্রহণ করে। যেমন- মানুষ একটি এনটিটি। একজন মানুষ অন্য একজন মানুষকে বিয়ে করে। কাজেই মানুষ এনটিটি নিজের সাথে নিজের রিলেশনশিপ তৈরি করেছে। \nডিগ্রি ২ বা বাইনারি রিলেশনশিপঃ বাইনারি রিলেশনশিপে দু’টি এনটিটি সেট/টেবিল অংশগ্রহণ করে। যেমন- ছাত্র ও শিক্ষক দুটি পৃথক এনটিটি সেট বা টেবিল। শিক্ষক ছাত্রকে শিক্ষাদান করেন। কাজেই শিক্ষক এনটিটি ছাত্র এনটিটির সাথে বাইনারি রিলেশনশিপ তৈরি করেছে। \nডিগ্রি ৩ বা টারনারি রিলেশনশিপঃ টারনারি রিলেশনশিপে তিনটি এনটিটি সেট/টেবিল অংশগ্রহণ করে। যেমন- বিক্রেতা, পণ্য ও ওয়্যারহাউজ তিনটি পৃথক এনটিটি সেট বা টেবিল। বিক্রেতা ওয়্যারহাউজে পণ্য সরবরাহ করেন। কাজেই বিক্রেতা, পণ্য ও ওয়্যারহাউজ টারনারি রিলেশনশিপ তৈরি করেছে। \n[ তথ্যসূত্রঃএকাদশ ও দ্বাদশ শ্রেণী: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায়-৬.৭: রিলেশনশিপ (Relationship)]