সঠিক উত্তর হচ্ছে: প্রমথ চৌধুরী
ব্যাখ্যা: \'সবুজপত্র\' পত্রিকার সম্পাদক হলেন প্রমথ চৌধুরী। রবান্দ্রনাথ ঠাকুর সম্পাদনা করেছেন- সাধনা (১৮৯৪), ভারতী (১৮৯৮), বঙ্গদেশ (১৯০১), তত্ত্ববােধিনী (১৯১১)। বুদ্ধদেব বসু সম্পাদনা করেছেন- প্রগতি (১৯২৭-২৯), কবিতা (১৯৩৫-৪০)। আর হুমায়ুন কবির সম্পাদনা করেন ‘চতুরঙ্গ\'। উৎসঃ শীকর, বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।