সঠিক উত্তর হচ্ছে: ধান
ব্যাখ্যা: ব্লাস্ট একটি ছত্রাক গঠিত রোগ যা ধান গাছের বিভিন্ন অংশে দেখা দেয়। ধান গাছের পাতা, কান্ড ও শিষের গোঁড়ায় ব্লাস্ট রোগ দেখা দিতে পারে।
অধিক মাত্রায় নাইট্রোজেন সারের ব্যবহার ও বাতাসে অধিক আর্দ্রতা এই রোগের প্রকোপ বৃদ্ধি করে। ধান ব্যতীত গমের মধ্যেও ব্লাস্ট রোগ দেখা দেয়।
(সূত্র: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট)