সঠিক উত্তর হচ্ছে: পর্তুগিজ
ব্যাখ্যা: বাংলা ভাষায় ব্যবহৃত কিছু পর্তুগিজ শব্দঃ আলপিন, পাউরুটি, সাবান, তোয়ালে, বালতি, আালকাতরা,মার্কা, জানালা, পেঁপে পেয়ারা, আতা, আনারস, গামলা, আলমারি, চাবি, আয়া, আচার, পিস্তল, বেহালা, ফিতা, সেমিজ,কামিজ, গির্জা, গুদাম, পাদ্রী ইত্যাদি।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই। এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।