সঠিক উত্তর হচ্ছে: নয়
ব্যাখ্যা: অঙ্কবাচক বা সংখ্যা → ১, ২, ৩, ৪, ৫, ৬, ১০, ৫০, ১০০ ইত্যাদি। \nগণনাবাচক → এক, দুই, তিন, চার, পাঁচ, দশ, এগার, বার ইত্যাদি। \nপূরণবাচক → প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, দশম, একাদশ, একবিংশ ইত্যাদি। \nতারিখবাচক → পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, পাঁচই, ছউই, সাতই, আটই ইত্যাদি।