সঠিক উত্তর হচ্ছে: ডাকঘর
ব্যাখ্যা: ডাকঘর (১৯১১ খ্রিস্টাব্দ) রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ রূপক নাটক। নাটকে মৃত্যুর উপস্থিতি প্রতীকী; মুক্তির বাণী এসেছে ব্যঞ্জনায়।\nরাজা ও রানী রবীন্দ্রনাথের কাল্পনিক উপাখ্যান ভিত্তিক নাটক। তাসের ঘর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত গল্প। ১৩১৬ বঙ্গাব্দে বৌ-ঠাকুরাণীর হাট অবলম্বনে রচিত হয় রবীন্দ্রনাথের প্রায়শ্চিত্ত নাটকটি।\n[তথ্যসূত্রঃ লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ]