সঠিক উত্তর হচ্ছে: ৯টি
ব্যাখ্যা: ১৯৫৪ সালের ৮-১২ মার্চ পূর্ব বাংলায় প্রথম প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট আসন ছিলো ৩০৯টি। এর মধ্যে মুসলিম আসন ছিলো ২৩৭টি। নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগ মাত্র ৯টি আসন লাভ করে। অন্যদিকে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে। এ নির্বাচনে তৎকালীন মুসলিম লীগ মুখ্যমন্ত্রী নুরুল আমিন সহ মুসলিম লীগের প্রথম সারির অধিকাংশ নেতা পরাজিত হন।
(সূত্র: উচ্চ মাধ্যমিক ইতিহাস : প্রথমপত্র – উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)