সঠিক উত্তর হচ্ছে: ২৫,০০০ টাকা
ব্যাখ্যা:
যখন দুটি সুদের হার থাকে এবং সুদের হার ও আয় কমে যায় তখন,
আসল = হ্রাসকৃত আয় x ১০০ / {(১ম সুদেরহার – ২য় সুদের হার) xসময়}
প্রশ্নে দেওয়া আছে,
হ্রাসকৃত আয় = ৭৫০
১ম সুদেরহার – ২য় সুদের হার = ০.৭৫
সময় = ৪
সুতরাং আসল = ৭৫০×১০০/(০.৭৫×৪) = ২৫,০০০