সঠিক উত্তর হচ্ছে: উপন্যাস
ব্যাখ্যা:
মানিক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস দিবারাত্রির কাব্য।
তাঁর উল্লেখযোগ্য উপন্যাস হলো :
- জননী,
- পুতুল নাচের ইতিকথা,
- সহরতলী,
- অহিংসা,
- পদ্মা নদীর মাঝি,
- সোনার চেয়ে দামী,
- হলুদ নদী সবজু বন,
- আরোগ্য।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর