সঠিক উত্তর হচ্ছে: আইন-ই-আকবরী
ব্যাখ্যা: সম্রাট আকবরের দরবারের ইতিহাস লেখক আবুল ফজল রচিত ঐতিহাসিক ঘটনাপঞ্জি সম্বলিত ফার্সি ভাষার তিন খণ্ডের গ্রন্থ হলো \'আকবরনামা\' । এ গ্রন্থের তৃতীয় খণ্ডের নাম হলো \'আইন-ই-আকবরী\' । যেখানে বাংলা (দেশ ও ভাষা ) নামের উৎপত্তির বিষয়টি সর্বাধিক উল্লেখিত আছে। আর সম্রাট আওরঙ্গজেবের লেখা গ্রন্থ হলো \'ফতোয়া -ই- আলমগীরী\'।