ব্যাখ্যা: হ হলো কন্ঠনালীয় ব্যঞ্জন। কন্ঠনালীয় ব্যঞ্জন উচ্চারণের সময়ে ধ্বনিদ্বার থেকে বায়ু কন্ঠনালীয় হয়ে সরাসরি বের হয়ে আসে। হাতি শব্দের হ কন্ঠনালীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বই ]
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।