সঠিক উত্তর হচ্ছে: ৬০ জন
ব্যাখ্যা: সংসদের কার্যক্রম পরিচালনার জন্য সংসদ কক্ষে উপস্থিত ন্যূনতম সদস্য সংখ্যাই হলাে কোরাম ( Quortan ) ।
\n\nকোরামের সংখ্যক সদস্য উপস্থিত না থাকলে সংসদের কার্যক্রম চলতে পারে না ।
\n\n\nবাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কমপক্ষে ৬০ জন সদস্য উপস্থিত থাকলে ।
\n\n\n৬০ জনের কম উপস্থিত থাকলে স্পিকার বৈঠক স্থগিত করে ৫ মিনিট সময় ধরে সংসদের ঘণ্টা বাজান এতেও কোরাম না হলে স্পিকার বৈঠক মূলতবি ঘােষণা করেন ।
\n\n\nকোনাে বৈঠকে কোরাম থাকাকে বলে Quarate এবং কোরাম না থাকাকে বলে Inquarate ।