সঠিক উত্তর হচ্ছে: কাজী ইমদাদুল হক
ব্যাখ্যা: কাজী ইমদাদুল হক (১৮৮২-১৯২৬) সাহিত্যিক ও শিক্ষাবিদ। মুসলিম সমাজের প্রতিচ্ছবি হিসেবে \'আবদুল্লাহ\' উপন্যাসটি (১৯৩৩) ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। উপন্যাসের ত্রিশটি পরিচ্ছেদ তার নিজের রচনা। বাকি এগারোটি পরিচ্ছেদ তার মৃত্যুর পর শিক্ষাবিদ আনোয়ারুল কাদির কর্তৃক তার খসড়া অনুসরণ করে রচিত। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]