সঠিক উত্তর হচ্ছে: ৬৪টি
ব্যাখ্যা: বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট সাব-সেক্টর ছিল ৬৪ টি । সারাদেশে মুক্তিযুদ্ধ সৃশৃঙ্খলভাবে\n\nপরিচালনার জন্য ১১ এপ্রিল, ১৯৭১ সালে সমগ্র বাংলাদেশকে ১১ টি সেক্টর ও ৬৪ টি সাব-সেক্টরে\n\nভাগ করা হয়। উল্লেখ্য, ১১ টি সেক্টরে মোট সেক্টরে কমান্ডার ছিলেন ১৭ জন।\n\n[তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া ]