সঠিক উত্তর হচ্ছে: সুন্দরবন
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশে \'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট\' রয়েছে তিনটি। বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ , নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার ও খুলনা অঞ্চলের সুন্দরবন হলো বিশ্ব ঐতিহ্যের অংশ । ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর ইউনেস্কো সুন্দরবনের ১,৪৯,৫০০ হেক্টর বা ১৩৯৫ বর্গ কিলোমিটার এলাকাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যের নিদর্শন হিসেবে ঘোষণা করে। উল্লেখ্য, এটি ইউনেস্কো ঘোষিত ৭৯৮ তম বিশ্ব ঐতিহ্য এলাকা।