সঠিক উত্তর হচ্ছে: মিশরীয়রা
ব্যাখ্যা: মিশরীয় সভ্যতা \r\n━━━━━━━━❪❂❫━━━━━━━━\r\n? খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে নীল নদের তীরে মিশরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে। মিশরীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান হলো পিরামিড তৈরি। পৃথিবীতে সবচেয়ে বড় পিরামিড মিশরের রাজা ফারাও বা রাজা খুফুর পিরামিড। এ পিরামিডে রাজা খুফুর সমাধি অবস্থিত।\r\n\r\n? গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস মিশরকে- নীলনদের দান বলেছেন। সমগ্র মিশরকে একত্রিত করেন রাজা মেনেস। মেনেসের শাসনকালে রাজধানী ছিল মেম্ফিস। \r\n\r\n? মিশরীয়রা ছবি ও সংকেতের সাহায্যে হায়ারোগ্লিফিকস (Hieroglyphics) লিপির প্রচলন করেন। গাছের সাদা বাকল থেকে তারা ‘প্যাপিরাস’ নামক কাগজও তৈরি করেন।\r\n\r\n? মিশরীয়রা পাল তোলা বড় নৌকা, ১২ মাসে বছর, ৩০ দিনে মাস, ৩৬৫ দিনে সাল গণনা, মৃৎপাত্র তৈরির যন্ত্র, ঢাল, তলোয়ার, তীর-ধনুক প্রভৃতির প্রচলন করেন। \r\n\r\n? মিশরীয় সভ্যতা ২৫০০ বছরেরও বেশি স্থায়ী হয়েছিল। \r\n━━━━━━━━❪❂❫━━━━━━━━