সঠিক উত্তর হচ্ছে: জবাবদিহিতার অভাব
ব্যাখ্যা: সুশাসন হলো কার্যকরী ও জনমুখী শাসন। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা প্রতিবন্ধকতা রয়েছে।এগুলো হলো: জবাবদিহিতার অভাব, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ, সরকারের সদিচ্ছার অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা, আমলাতান্ত্রিক অদক্ষতা, স্বজনপ্রীতি প্রভৃতি। [তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রথমপত্র, মো. মোজাম্মেল হক]