সঠিক উত্তর হচ্ছে: ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: চর্যাপদ প্রকাশের পর বাঙালি পন্ডিতেরা একে বাংলা বলে দাবি করেন। অসমীয়া,ওড়িয়া, মৈথিলি, হিন্দি পন্ডিতেরা দাবি করেন তাদের ভাষার আদিরূপ বলে। তখন ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় \"বাঙলা ভাষার উৎপত্তি ও বিকাশ (১৯২৬)\" বইয়ে প্রমাণ করেন চর্যাপদ আর কারো নয়। বাঙালির। [ তথ্যসূত্রঃ লাল নীল দীপাবলি]